IQNA

মিলানে মুসলিম পরিবারের সাঙ্গে পোপের সাক্ষাৎ

23:59 - March 27, 2017
1
সংবাদ: 2602796
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক গির্জার নেতা ২৫মে মার্চে মিলান শহর পরিদর্শনকালে এক মুসলিম পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
মিলানে মুসলিম পরিবারের সাঙ্গে পোপের সাক্ষাৎ
বার্তা সংস্থা ইকনা: ক্যাথলিক চার্চের নেতা 'পোপ ফ্রান্সিস' মিলান শহর পরিদর্শনকালে ঐ শহরে বসবাসকারী মরক্কোর বংশোদ্ভূত মাইকেল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
এ ব্যাপারে করিম বলেন: আমাদের বাড়ীতে পোপের আগমন ছিল একটি বন্ধুর আগমনের মতো।
পোপ ফ্রান্সিস ৮০ বছরের এক দম্পতির সাথে সাক্ষাত করেছে যারা দু'জনই শ্বাসকষ্টে ভুগছেন।
মিলান শহরের ১০ তলার একটি ভবনে এই দম্পতি জীবন যাপন করেন। পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতে তারা তাদের সকল সমস্যার কথা খুলে বলেন।
সম্প্রতি পোপ 'সান ভিটুর' কারাগারে পরিদর্শন করেন এবং সেখানে ১০০ কারাবন্দীদের সাথে দুপুরের খাবার খান।
তিনি মুসলিম এবং খ্রিষ্টানদের সম্পর্কে বলেন: এই দুই ধর্মের অনুসারীগণ পরস্পর ভাই ভাই এবং দুই ধর্মের উৎস একই।
iqna
ট্যাগ্সসমূহ: ইকনা ، মুসলিম ، ধর্ম ، পোপ
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
rymtjrsf
0
0
20
captcha