IQNA

আল্লাহ এধরণের লোকদেরকে অন্যদের উপর ছেড়ে দেন

21:41 - March 28, 2017
সংবাদ: 2602800
যারা লোকদেখানোর জন্য আমল করে তারা কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পারে না এবং আল্লাহ তাদেরকে অন্যদের উপর ছেড়ে দেন।
বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ তায়ালা এ সম্পর্কে ভালোই অবগত আছেন যে, কে তাকে খুশী করার জন্যে এবাদত করছে, আর কে মানুষকে দেখানোর জন্যে এবাদত করছে? আর সে অনুসারেই পরকালে তাদের জন্যে পুরষ্কার অথবা শাস্তি নির্ধারিত হবে।

বর্তমান জামানায় আমরা সামান্য কিছু টাকা দান-খয়রাত করে আরো কিছু টাকা মিডিয়ার পেছনে খরচ করি যেন তারা আমাকে একজন দানশীল ব্যক্তি হিসেবে সমাজে সবার সামনে তুলে ধরে। ঠিক তেমনি টাকার গরম দেখানোর জন্যে আমরা পাড়াপাড়ি করে কোরবানির হাট থেকে সবচেয়ে বেশি দামে গরু কিনে সবার নজর কাড়ার চেষ্টা করি।

আল্লাহ তায়ালা মানুষের অন্তরের খবর রাখেন বিধায় একমাত্র সহিহ নিয়তের আমলকেই শুধু তিনি মূল্যায়ন করে থাকেন। আর যারা লোক দেখানো এবাদত করে মানুষের নিকট ভালো সাজতে চান, তারা সাময়িকভাবে সে কাজে সফল হলেও দীর্ঘমেয়াদী তা তাদের জন্যে অনেক ক্ষতির কারণ হয়ে দাড়ায়। কারণ রিয়াকারীদের জন্যে অপেক্ষা করছে জাহান্নামের কঠিন শাস্তি।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: الإمامُ الصّادقُ عليه السلام: «إيّاك و الرياءَ؛ فإنّهُ مَن عَمِلَ لِغَيرِ اللّه ِ وَكَلَهُ اللّه ُ إلى مَن عَمِلَ لَهُ» লোকদেখানো আমল থেকে বিরত থাক, কেননা যারা লোক দেখানোর জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে ঐ লোকদের উপরই ছেড়ে দিবেন। সূত্র: shabestan
ট্যাগ্সসমূহ: আল্লাহ ، ইমাম ، জাফর ، সাদিক ، ইকনা
captcha