বার্তা সংস্থা ইকনা: লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনাটি ব্রিটিশের বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম স্থান পেয়েছে এবং এর ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
রবিবার (২৬শে মার্চ) লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য মুসলিম নারীরা ওয়েস্টমিনস্টার ব্রিজে একত্রিত হয়ে মানববন্ধন করেছে।
মুসলিম নারীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মানববন্ধন করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসীদের এই জঘন্য কাজের প্রতি নিজেদের তিক্ততা প্রকাশ করেছে।
এসময় মুসলিম নারীরা "ইসলাম সহিংসতা বিরোধী" এবং "সন্ত্রাসীরা আমাদের সকলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে" শ্লোগান দিয়েছে।
উল্লেখ্য, বুধবার (২২শে মার্চ) ব্রিটিশ পার্লামেন্টের কাছে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন।
iqna