IQNA

যায়নবাদীর হাতে আল-আকসা মসজিদের ১১ গার্ড গ্রেফতার

16:26 - March 29, 2017
সংবাদ: 2602808
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনী ২৮শে মার্চ সকালে জেরুজালেমের বিভিন্ন স্থান থেকে আল-আকসা মসজিদের ১১ জন গার্ডকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইসরায়েলির এক পুরাকীর্তি বিশেষজ্ঞের অভিযোগের অজুহাত দেখিয়ে যায়নবাদীর সামরিক বাহিনী জেরুজালেমের বিভিন্ন স্থান থেকে আল-আকসা মসজিদের ১১ জন গার্ডকে গ্রেফতার করেছে।
জেরুজালেমের একটি উৎস জানিয়েছে: ইসরায়েলিরা গ্রেফতারকৃত গার্ডদের বিচার বিভাগ তথাকথিত 'পিচ'-এ হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
ইহুদিদের উৎসব অনুষ্ঠান 'পাস ওভার' প্রাক্কালে এসকল গার্ডদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইসরাইলি সেনারা বুলডোজার দিয়ে জেরুজালেমের উত্তর পূর্বাঞ্চলীয় ঈসাভিয়া অঞ্চলে নির্মাণাধীন একটি বাড়ি ধ্বংস করেছে। এই বড়িটি বিনা অনুমতিতে নির্মাণ করার অভিযোগে ধ্বংস করেছে।
iqna



captcha