বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালের ২য় জানুয়ারি আয়াতুল্লাহ শেখ নিমর বাকের সহ বেশ কয়েক জন সৌদি সমালোচকদের মিথ্যা অজুহাতে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সৌদি স্যাটেলাইট চ্যানেল নাবা'র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী একটি খামারে হামলা চালিয়ে শেখ নিমর বাকের আন-নিমরের চাচাতো ভাই মুহাম্মাদ এবং মেকদাদ আল-নিমর সহ বেশ কয়েকে জনকে হত্যা করেছে।
সৌদি রাজনৈতিক বন্দীদের মধ্যে অন্যতম শেখ নিমারকে ২০১৪ সালে সৌদি বাদশাহর সমালোচনা এবং তার নির্দেশ লঙ্ঘন করার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
শেখ নিমর সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতেন এবং সেদেশের জনগণের মধ্যে প্রতিবাদী নেতা হিসাবে তার খ্যাতি রয়েছে। তিনি জনসম্মুখে সত্য কথা বলে সৌদি রাজার সমালোচনা করতেন এবং সৌদি আরবে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের আহ্বান জানাতেন।
শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর আন্তর্জাতিক মহলে সৌদি শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
সৌদি আরবে বসবাসরত শিয়া মুসলমানেরা চলতি বছরের শুরুতে শেখ নিমরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে এবং তারা শেখ নিমরের পথ অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে।
উল্লেখ্য, সৌদি শাসক তাদের বিরুদ্ধ সংখ্যালঘু শিয়াদের কোন সমালোচনা অথবা প্রতিবাদ সহ্য করে না এবং দৃঢ়ভাবে তাদেরকে দমন করেছে।