IQNA

মুসলিম পরিবারের ওপর উগ্র বৌদ্ধদের গণহত্যা অব্যাহত রয়েছে

2:35 - March 30, 2017
সংবাদ: 2602815
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উগ্র বৌদ্ধরা আরাকান রাজ্যের এক মুসলিম পরিবারের ওপর হামলা চলিয়ে তাদের পরিবারের সকলকে হত্যা করেছে।
মুসলিম পরিবারের ওপর উগ্র বৌদ্ধদের গণহত্যা অব্যাহত রয়েছে
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের চরমপন্থি বৌদ্ধরা তাদের হামলা অব্যাহত রেখে আরাকান রাজ্যের একটি গ্রামে বসবাসরত মুসলমানদের বেশ কয়েকটি বড়ীতে আগুন লাগিয়েছে।
এছাড়াও চরমপন্থি বৌদ্ধরা ঐ গ্রামে হামলা চালিয়ে চার সদস্যের এক পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক বছরের এক নিষ্পাপ শিশু রয়েছে।
নিহত পরিবারের এক আত্মীয় বলেছেন: উগ্র বৌদ্ধদের কার্যক্রমে সরকার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নিঃশ্চুপ রয়েছে। এজন্য মিয়ানমারে বসবাসরত মুসলমানদের জীবন এবং তাদের সম্পদের কোনই নিরাপত্তা নেই। মিয়ানমার বসবাসরত মুসলমানদের মনে সর্বদা শঙ্কা রয়েছে যে, তাদেরকে যেকোনো সময়ে বিনা অপরাধে হত্যা করা হতে পারে।  
মিয়ানমারের মুসলমানেরা কয়েক বছর যাবত জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের নিঃশ্চুপতার কারণে উগ্র বৌদ্ধদের হাতে নির্যাতনের স্বীকার হচ্ছে এবং তাদের প্রতি গণহত্যা চালানো হচ্ছে।
বিশেষজ্ঞরা চরমপন্থি বৌদ্ধদের এ ধরণের কার্যক্রমকে সাইলেন্ট জেনোসাইড (নিঃশ্চুপ গণহত্যা) বলে অবিহিত করেছেন।
iqna



captcha