
বার্তা সংস্থা ইকনা: বিবি যাইনাব (সা. আ.) কারবালার ময়দানে আমাদের জন্য প্রমাণ করে গেছেন কিভাবে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে হয়। আর কিভাবে আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিতে হয়। তিনি কারবালায় যখন সবাই শহীদ হয়ে যান তখন ইমাম হুসাইনের রক্তমাখা দেহ ধরে বলেন, «أَللَّهُمَ تَقَبَّلْ هذا الْقُرْبانَ؛ হে আল্লাহ! আমাদের এই সামান্য ত্যাগ ও কোরবানীকে আপনি কবুর করুন।
একদা রাসূল(সা.) মসজিদে এতেকাফে বসেছিলেন, সাফিয়া নামে তার এক স্ত্রী তার সাথে দেখা করতে আসলে মহানবী বিদায় দেয়ার সময় তাকে কিছুটা এগিয়ে দেন। এই দেখে এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল(সা.) আপনি এ কি করলেন, লোকে আপনাকে মন্দ বলবে তো? মহানবী বললেন: শয়তান সর্বদা মানুষের রগে রগে থাকে আমি ভয় পাচ্ছি যে তোমার মধ্যে প্রবেশ করে তোমাকেও যেন ধ্বংস না করে।
সুতরাং মানুষের উপর সন্দেহ করা ঠিক নয় এবং না যেনে না বুঝে কোন বাজে মন্তব্য করাও শয়তানের কাজ ছাড়া আর কিছুই নয়। সূত্র: shabestan