IQNA

কুরআনের হাফেজ হলেন ৭০ বছরের বৃদ্ধা

3:11 - April 01, 2017
সংবাদ: 2602828
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের 'উম্মে হুসাইন' নামে প্রসিদ্ধ হজাত রাইফাতুস সামাদী ৭০ বছর বয়সে পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
কুরআনের হাফেজ হলেন ৭০ বছরের বৃদ্ধা

বার্তা সংস্থা ইকনা: জর্ডানের আরবিদ রাজ্যের 'আল নায়িমা' শহরে 'উম্মে হুসাইন' জীবন যাপন করেন। পবিত্র কুরআনের তিলাওয়াত শুনে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

এই বৃদ্ধা মহিলা তেমন পড়া-লেখা জানেন না। দৃঢ় সংকল্প ও অধ্যবসায়ের মাধ্যমে তিন বছর চার মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

জর্ডানের স্যাটেলাইট নেটওয়ার্কের 'আল-ইয়ারমুক' উম্মে হুসাইনের কুরআন হেফজের আলোকে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং তার হেফজের ভিডিও সম্প্রচার করেছে।

iqna


ট্যাগ্সসমূহ: জর্ডান ، পবিত্র ، কুরআন ، হেফজ ، ইকনা
captcha