শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফিনল্যান্ডের একটি সংবাদ বিষয়ক ওয়েব সাইটে প্রকাশিত এক সংবাদ স্কান্দিনাভি উপদ্বীপের উত্তরাঞ্চলের অধিবাসীদেরকে অবাক করেছে, এতে বলা হয়েছে রুশ এবং এস্তোনীয় ভাষার পর বিদেশি ভাষা হিসেবে দেশটিতে তৃতীয় স্থানে রয়েছে আরবি ভাষা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংবাদটি ফিনল্যান্ডে এক দিনে সর্বাধিক বার পঠিত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা ৫৫ লাখ এবং এতে ২২ হাজারেরও বেশী মানুষ আরবি ভাষায় কথা বলে।
ঐ সাইটি আরও লিখেছে, দেশটির মেয়ে শিশুদের জন্য নির্বাচিত নামগুলোর মধ্যে ‘ফাতেমা’ রয়েছে শীর্ষে।
প্রসঙ্গত, গতবছর মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে প্রায় ৩০ হাজার অভিবাসী প্রার্থী ফিনল্যান্ড পৌঁছেছেন। আর এ কারণেই দেশটির কর্তৃপক্ষ অভিবাসন সম্পর্ক বিশেষ সীমাবদ্ধতা আরোপের পক্ষে, যাতে দেশটিতে আভিবাসী প্রার্থীদের প্রবেশের সংখ্যা হ্রাস পায়।#3586254