IQNA

পাকিস্তান কুরআন মাহফিল; ইরাকি কারীদের তেলাওয়াত

5:01 - April 02, 2017
সংবাদ: 2602839
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীগণ এবং ইরাকের বিভিন্ন মাজারের প্রতিনিধি কারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে পাকিস্তানের ইসলামাবাদ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কুরআন মাহফিল।

ইমাম আলী (আ.) এর মাজারের সাথে সম্পৃক্ত ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ‘নাসিম-এ কারবালা’ শীর্ষক সাংস্কৃতিক উৎসবের অবকাশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইমাম আলী (আ.) এর মাজারের পক্ষ থেকে আগত প্রতিনিধিদলের প্রধান ‘সৈয়দ বাকের আল-বাখখাতি’ এ সম্পর্কে জানিয়েছেন: কুরআনিক সংস্কৃতি প্রসারের লক্ষ্যে ইরাকের বিভিন্ন মাজারের প্রতিনিধি কারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ মাহফিল।

তিনি বলেন: এ মাহফিলে তেলাওয়াত পরিবেশন করেন ইমাম আলী (আ.) এর মাজারের কুরআন বিভাগের পক্ষ থেকে ‘সৈয়দ হুসাইন আল-হাকিম’, ইমামাইন আসকারিইয়াইনের মাজারের কুরআন বিভাগের পক্ষ থেকে কারী সাদেক আল-যাইদি, পাকিস্তানের আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কারী ‘হুসাইন সাহাব’, ইসলামাবাদের আল-কাউসার বিশ্ববিদ্যালয়ের কারী ‘আকাশ হায়দার বাকেরি’ এবং পাকিস্তানের সনামধন্য কারী ‘নাজম মুস্তাফা’ প্রমুখ ।

তার সংযোজন: বিপুল সংখ্যক কুরআন অনুরাগীর উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল শেষে হযরত আলী (আ.) এর মাজার এবং আল-কাউসার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তেলাওয়াত পরিবেশনকারী কারীদেরকে পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত, সাংস্কৃতিক বিষয়ক উৎসব ‘নাসিম-এ কারবালা’-এর চতুর্থ অধিবেশন গত বুধবার ২৮ মার্চ ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের উদ্যোগে এবং পাকিস্তানের আল-কাউসার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শুরু হয়েছে। এতে আরও সহযোগিতা করছে ইমাম আলী (আ.), হযরত আব্বাস (আ.) এবং ইমামাইন আসকারিইয়াইনের মাজার পরিচালনা পরিষদ।#3586230


captcha