IQNA

আবু বকর আল বাগদাদীকে ঘিরে ফেলেছে ইরাকী সেনারা

2:17 - April 03, 2017
সংবাদ: 2602842
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি বাহিনীর একটি উৎস গতকাল (২য় এপ্রিল) ঘোষণা করেছে: ইরাকী সেনারা মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানা ঘেরাও করেছে।

বার্তা সংস্থা ইকনা: এই সামরিক সূত্র জানায়: ১০ দিন পূর্বে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা বেশ কয়েকটি ট্যাঙ্ক সহ ৪০টি এস এউ ভি গাড়িতে করে তালআফারে (মসুল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকা)প্রবেশ করেছে।

এসকল সন্ত্রাসীরা ইরাকী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে তালআফারে অবরোধকৃত অন্যান্য সন্ত্রাসীকে মুক্ত করে পুনরায় মসুল দখল করার পরিকল্পনা করেছিল।

ইরাকী উৎস আরও জানিয়েছে, এসকল সন্ত্রাসীর মূল উদ্দেশ্য হচ্ছে মসুলে তাদের অন্যান্য সাথীদের অথবা তাদের নেতা আবু বকর বাগদাদীকে মুক্ত করা। তবে ঐ অঞ্চলে আবু বকর বাগদাদীর থাকার সম্ভাবনা খুবই কম।

উল্লেখ্য, কয়েক দিন পূর্বে ইরাকের একটি উৎস ঘোষণা করেছিল, মার্চ মাসে সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় আমেরিকার নেতৃত্বে দায়েশ বিরোধী জোটের বিমান হামলার ফলে আবু বকর বাগদাদী আহত হয়েছে।

iqna



captcha