IQNA

সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণ: নিহত ১০,আহত ৫০

0:54 - April 04, 2017
সংবাদ: 2602850
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দু’টি মেট্রো স্টেশনে আজ(সোমবার) বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। রুশ সংবাদ সংস্থা পরিবেশিত খবরে বলা হয়েছে, সেননাইয়া প্লোসচাদ এবং নিকটস্থ তেখানোলোজিচেস্কি স্টেশন দু’টি এ বিস্ফোরণ ঘটেছে। সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রস্থলে এ স্টেশন দু’টি অবস্থিত।


বার্তা সংস্থা ইকনা: বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেই রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সকালের দিকে সেন্ট পিটার্সবার্গে ছিলেন। তবে তিনি এখন এ নগরীর বাইরে রয়েছেন বলে তার মুখপাত্র দিমিত্রি পেশকোভ জানিয়েছেন।

সন্ত্রাসবাদসহ বিস্ফোরণের সব কারণ তদন্ত করে দেখার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির নির্দেশ দিয়েছেন।

অবশ্য বিস্ফোরণে পর সেন্ট পিটার্সবার্গের সব মেট্রো বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া, মস্কোর মেট্রোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: parstoday

captcha