আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এক ভারতীয় ইমামকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার। কয়েক মাস আসে শুক্রবার জুম্মার নামাজের আগে বক্তৃতায় ইমাম মোহাম্মদ আবদুল জামিল খ্রিষ্টান ও ইহুদিদের সম্পর্কে বার্তা সংস্থা ইকনা: আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এনিয়ে আদালতে একটি মামলাও হয়। সেই মামলার রায়ে তাকে ২,৮৬০ ডলার জরিমানও করেছে আদালত।
বার্তা সংস্থা ইকনা: গত ফেব্রুয়ারি মাসে
সোস্যাল মিডিয়ায় ওই ইমামের বক্তৃতার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই ইমাম আরবিতে প্রার্থনা
করেন,
হে আল্লাহ,
খ্রিষ্টান ও ইহুদিদের
বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহায্য করো। ওই ভিডিও ভাইরাল হয়ে যেতেই ইমামের বিরুদ্ধে
আদালতে মামলা হয়।
এদিকে এনিয়ে বিবৃতি
দিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও। সেখানে বলা হয়েছে ওই ইমাম আদালতে তার বিরুদ্ধে
করা জরিমানা মিটিয়ে দিয়েছেন। তবে তাকে দেশে ফেরানো হবে। কোনও ধর্মীয় নেতার ক্ষেত্রেই
এই ধরনের আপত্তিকর মন্তব্যকে রেয়াত করা হবে না।
ওই মন্তব্য করার জন্য শুক্রবার সিঙ্গাপুরের খ্রিষ্টান,
শিখ,
তাওবাদি,
বৌদ্ধ,
ইহুদিদের ধর্মীয় প্রতিনিধির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন
ইমাম। একইসঙ্গে দেশের মুসিলিম সংগঠনগুলির পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে। ইমাম আবদুল
জামিল নিজে সিঙ্গাপুরের প্রধান ইহুদি রাব্বির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। সূত্র: mtnews
24