IQNA

হুজ্জাতুল ইসলাম ইবনুর রেজার ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ

2:02 - April 05, 2017
সংবাদ: 2602857
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির খ্যাতনামা আলেম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ মাহদী ইবনুর রেজার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
হুজ্জাতুল ইসলাম ইবনুর রেজার ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ
বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী’র দপ্তর কর্তৃক প্রকাশিত এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে;
বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ মাহদী ইবনুর রেজা’র গত ৩১শে মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী এক শোক বিবৃতি দান করেছেন। নিম্নে উক্ত শোক বিবৃতি তুলে ধরা হল-
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ মাহদী ইবনুর রেজা বিগত কয়েক দশক ধরে ইরানের খোনসারি অঞ্চলে ধর্মীয় মাদ্রাসা পরিচালনা এবং সর্বস্তরের মানুষকে দিকনির্দেশনা দান করে এসেছেন। তিনি সমাজে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিস্তার সাধনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তাই এ খ্যাতনামা ও গুণী আলেমের ইন্তেকালে আমি খোনসারি অঞ্চলের সর্বস্তরের মু’মিন ও মু’মিনাত এবং মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ মরহুমের প্রতি বিশেষ রহমত ও শান্তি বর্ষণ করুন।
সাইয়েদ আলী খামেনেয়ী
১৫/ ফারওয়ারদিন/ ১৩৯৬ (৪র্থ এপ্রিল ২০১৭)

iqna





captcha