IQNA

বৃদ্ধা বয়সে কুরআন হেফজের চেষ্টা

1:29 - April 08, 2017
সংবাদ: 2602873
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ৬৯ বছরের 'ফিরুজ সুনটুর' কুরআন তিলাওয়াত এবং ১৫ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করার চেষ্টা করছেন।
বৃদ্ধা বয়সে কুরআন হেফজের চেষ্টা
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের বৃদ্ধা মহিলা 'ফিরুজ সুনটুর' সেদেশের ভ্যান শহরে বসবাস করেন। তিনি ৬৯ বছর বয়সে কুরআন তিলাওয়াত শিখেছেন। অতঃপর তিনি পবিত্র কুরআনের ১৫ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

ফিরুজ সুনটুরের যুবতীকালে কিছু সমস্যা থাকার দরুন তিনি কুরআন শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হয়েছেন। তবে এখন তার দৃঢ় আবেগ ও প্রেরণার সাথে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করছেন।

এ ব্যাপারে ফিরুজ বলেন: আমি শৈশব এবং যুবতীকাল গ্রামে অতিবাহিত করেছি। বিয়ের পর ভ্যান শহরে জীবন যাপন করছি। কুরআন শিক্ষার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। কিন্তু বিভিন্ন সমস্যা থাকার ফরে কুরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ হয়নি। আমার সন্তানদের বিয়ে দেয়ার পর আমি কুরআন শিক্ষা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন: আমার বয়স হওয়ার কারণে অনেকে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করত নিষেধ করেছে। তবে আমি তাদের কথায় দৃষ্টিপাত করিনি। কারণ, আমার লক্ষ্য হচ্ছে কুরআন শিক্ষা অর্জন করা। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি যে, মানুষ তার দৃঢ় প্রচেষ্টা এবং অনুশীলনীর ফলে তার লক্ষ্যে পৌছাতে পারে।

সর্বশেষে তিনি বলেন: আমি আশা করছি অতি শীঘ্রই সম্পূর্ণ কুরআন মুখস্থ করত সক্ষম হব।
iqna




captcha