IQNA

এরদোগানের নাতির কুরআন শিক্ষা নিয়ে বিতর্ক

0:17 - April 09, 2017
সংবাদ: 2602879
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে এরদোগান ও তার নাতির একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্টে এরদোগান তার নাতিকে কুরআন শিক্ষা দিচ্ছে। প্রকাশিত ঐ ছবিটি নিয়ে মিডিয়ায় বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
এরদোগানের নাতির কুরআন শিক্ষা নিয়ে বিতর্ক

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের "ইনি শাফাক" সংবাদপত্র সেদেশের প্রেসিডেন্টে এরদোগান এবং তার নাতি আহমাদ অকিফ অলবাইরাকের একটি ছবি প্রকাশ করেছে।

তুরস্ক সংবিধান গণভোটের প্রাক্কালে এই ছবিটি প্রকাশ হওয়ার কারণে সেদেশের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইনি শাফাক সংবাদপত্র দাবী করেছে এরদোগানের শত ব্যস্ততা থাকার পরও তার নাতিকে কুরআন শিক্ষা দিতে ভুলেননি।

উল্লেখ্য, আহমাদ অকিফ অলবাইরাক হচ্ছেন এরদোগানের নাতি এবং ব্রাট অলবাইরাক হচ্ছেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী।

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، ইকনা ، তুরস্ক
captcha