বার্তা সংস্থা ইকনা: তুরস্কের "ইনি শাফাক" সংবাদপত্র সেদেশের প্রেসিডেন্টে এরদোগান এবং তার নাতি আহমাদ অকিফ অলবাইরাকের একটি ছবি প্রকাশ করেছে।
তুরস্ক সংবিধান গণভোটের প্রাক্কালে এই ছবিটি প্রকাশ হওয়ার কারণে সেদেশের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ইনি শাফাক সংবাদপত্র দাবী করেছে এরদোগানের শত ব্যস্ততা থাকার পরও তার নাতিকে কুরআন শিক্ষা দিতে ভুলেননি।
উল্লেখ্য, আহমাদ অকিফ অলবাইরাক হচ্ছেন এরদোগানের নাতি এবং ব্রাট অলবাইরাক হচ্ছেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী।