IQNA

মিশরে গির্জায় দায়েশের হামলায় নিহত ৪৭ এবং আহত ১২০

2:16 - April 11, 2017
সংবাদ: 2602893
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ মিশরের "আলেকজান্দ্রিয়া" এবং "তান্তার" শহরের গির্জায় হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাসীদের এই হামলায় ৪৭ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।
মিশরে গির্জায় দায়েশের হামলায় নিহত ৪৭ এবং আহত ১২০
বার্তা সংস্থা ইকনা: রোববার (০৯ এপ্রিল) দেশটির আলেকজান্দ্রিয়া ও তান্তার শহরে‘মার গ্রিগিস কপটিক’ গির্জায় ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম হামলাটি রোববার দুপুরে মিশরের 'আল গারাবিয়া' রাজ্যের তান্তার শহরের মার্জারজিস গির্জায় ঘটে। এই ঘটনার এক ঘণ্টা পরে আলেকজান্দ্রিয়া শহরের 'আল মার্কাসিয়া' গির্জার সামনে অপর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ খবর জানা গিয়েছে, পৃথক এই দুটি হামলায় ৪৭ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। এটি উদ্দেশ্যমূলক হামলা বলে মনে করা হচ্ছে। এ হামলার জন্য দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  
গত বছরের ডিসেম্বর কায়রোতে এ ধরনের এক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি হয়। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মিশরের কপটিক খ্রিস্টানদের ওপর হামলা করবে বলে হুমকি দিয়েছে এবং রবিবারের হামলার দায় স্বীকার করেছে।
iqna

মিশরে গির্জায় দায়েশের হামলায় নিহত ৪৭ এবং আহত ১২০


captcha