বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার (১১ই এপ্রিল) আজারবাইজানের রাজধানী বাকুর 'নারিমান নারিমান ওফ শহরের সুভিতিস্কী এলাকার ঐতিহাসিক মসজিদ 'হাজি আব্দুর রাহীম বেইক' ধ্বংস করা হয়েছে।
বাকুর মেয়র এই মসজিদ ধ্বংসের ব্যাপারে বলে: উন্নয়ন পরিকল্পনার সীমানায় মসজিদটি থাকার কারণে ধ্বংস করা হয়েছে।
আজারবাইজান সংস্কৃতি মন্ত্রণালয় প্রাচীন নিদর্শনের তালিকায় 'হাজি আব্দুর রাহীম বেইক' মসজিদটিও ছিল।
প্রতিবেদন অনুযায়ী, অতি শীঘ্রই বাকু শহরের 'হাজি জাওয়াদ' নামক অপর একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করা হবে বলে জানা গেছে।