IQNA

লন্ডনে প্রাচীন কুরআনের পৃষ্ঠার নিলাম

21:03 - April 15, 2017
সংবাদ: 2602906
সাংস্কৃতিক ডেস্ক: ১৪ শতাব্দির গোড়ার দিকে লেখা কুরআনের বৃহাদাকার একটি পৃষ্ঠা লন্ডনে নিলামে বিক্রয় হবে।

আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের সূরা নাহলের কিছু আয়াত সম্বলিত ঐ পৃষ্ঠাটি চলতি মাসের শেষের দিকে লন্ডনে অনুষ্ঠিত নিলামে ‘ইসলামি পাণ্ডুলিপি’ শিরোনামে তোলা হবে।

১৪ শতাব্দির গোড়ার দিকে লেখা এ কুরআনের পৃষ্ঠাটি কালো কালি দিয়ে লেখা হয়েছে এবং এর জন্য ৫ থেকে ৭ হাজার ডলার মূল্য ধার্য্য করা হয়েছে।

এছাড়া, ১২ শতাব্দিতে ব্রোঞ্জের তৈরী একটি নলাকার টুকরোও তোলা হচ্ছে ঐ নিলামে; যা মধ্যযুগে ধাতু ব্যবহারে মুসলমানদের পারদর্শীতার অংশ।

প্রসঙ্গত, ১৪ শতাব্দিতে প্রস্তুতকৃত সিল্কের একটি কাপড়ও ঐ নিলামে উপস্থাপিত হবে; ঐ কাপড়টিতে ফার্সি ও ইসলামি ডিজাইন যুক্ত করা হয়েছে।#3589722


captcha