IQNA

মিয়ানমারে ২ রোহিঙ্গা আলেম লাঞ্ছিত

21:58 - April 17, 2017
সংবাদ: 2602916
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশের বৌদ্ধ কর্মকর্তারা ২ জন রোহিঙ্গা আলেমকে চাঁদা না প্রদানের অভিযোগে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

আরাকান ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের রাখাইন প্রদেশের বুসিডিং জেলার বৌদ্ধ কর্মকর্তারা দেশের সংখ্যালঘু রোহিঙ্গা আলেমদেরকে অবমাননা, তাদের সম্পত্তি দখল এবং তাদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তৈরি হয়ে নতুন আইন। তাদের বেশ কয়েকজনের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে।

স্থানীয় এক সূত্র জানিয়েছে, বুসিডিং জেলার বাদাঙ্গ ও শাগুর গ্রামের বৌদ্ধ কর্মকর্তারা একদল মুবাল্লিগ ও ধর্মীয় ছাত্রের জন্য ১ থেকে ২ লক্ষ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) চাঁদা নির্ধারণ করে।

সূত্রটি আরো জানিয়েছে, ঐ দুই আলেমের কাছেও চাঁদা দাবী করেছিল তারা। কিন্তু তার তা প্রদানে অক্ষম হওয়ায় তাদেরকে প্রহার করা হয়। বৌদ্ধ কর্মকর্তারা উপহাসের ছলে তাদের উদ্দেশ্যে বলে: যাও, পুলিশের কাছে অভিযোগ কর। তারা তোমাদের অভিযোগের কোন গুরুত্ব দেয় না। কেননা এটা আমাদের দেশ এবং তোমরা এ দেশে বেগানা।#3590593


captcha