আনাতোলি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: টরেন্টোর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মসজিদের পেশ ইমাম ‘ইব্রাহিম হিন্দি’ গ্লোবাল নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: ঐ ই-মেইলে ফাঁসিতে ঝুলছে এমন এক ব্যক্তির ছবিও প্রেরণ করা হয়েছে তাকে।
তিনি বলেন: গত মাসে মিসিসাগা শহরের স্কুলে মুসলিম শিক্ষার্থীদের নামায আদায়ের সংক্রান্ত অনুমতি গ্রহণের বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আমি ঐ সভায় বক্তব্য রেখেছিলাম। কিন্তু আমাকে এমন হুমকি দেয়া হবে তা কখনই ভাবিনি।
প্রসঙ্গত, কানাডার বিভিন্ন শহরে মুসলমান ও মসজিদের উপর হামলার হুমকি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কানাডার রাজধানী ওটোয়া ইসলামি কেন্দ্রেও হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়।#3591560