IQNA

সুইডেনে ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ (ছবি)

15:22 - May 01, 2017
সংবাদ: 2602993
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামী সেন্টার ও মসজিদে ইসলাম বিদ্বেষীরা ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগ করেছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (৩০শে এপ্রিল) রাতে ২৩:১৫টায় দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ ঘটায়। ইমাম আলী (আ.) ইসলামী সেন্টারের পিছনের অংশ থেকে আগুনের সূচনা হয়।
পুলিশ প্রাথমিক পর্যবেক্ষণ করে ধারণা করছে এই অগ্নিসংযোগ ইচ্ছাকৃত ভাবে ঘটেছে। অগ্নিসংযোগের ফলে ইসলামিক সেন্টারের কিছু অংশ ধ্বংস হয়েছে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই অগ্নিনির্বাপক বাহিনী ঘটনা স্থালে উপস্থিত হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইসলামী সেন্টার ও মসজিদে কেন আগুন লাগানো হল তা সম্পর্কে এখনো কোন কিছু বোঝা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
iqna

সুইডেনে ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ সুইডেনে ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ সুইডেনে ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ সুইডেনে ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ


captcha