Hurriyatdailynews ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গত শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। গম্বুজ ধ্বসে পড়ার সাথে সাথে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গম্বুজের পাথরের স্তুপের নীচ থেকে ৩ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করেছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করেছে।
স্যামসান
শহরের গভর্নর ‘ইব্রাহিম শাহিন’ জানিয়েছেন, গম্বুজটি মসজিদ অভ্যন্তরে ধ্বসে পড়লে এ দূর্ঘটনা
ঘটে। দ্রুততার সাথে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে এ্যাম্বুলেন্সে করে
হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।
প্রসঙ্গত,
সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরের ‘বাকার কুই’ এলাকার একটি মসজিদের ছাদ ধ্বসে ৩ ব্যক্তি
নিহত এবং অপর ১০ জন আহত হয়।#3594926