IQNA

মস্কোর স্কুলসমূহের খাবারের মেনুতে হালাল খাদ্যের তালিকা সংযোগ

2:16 - May 02, 2017
সংবাদ: 2602996
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর সামাজিক সম্প্রদায়গুলির ভারপ্রাপ্ত কাউন্সিল এক বিবৃতিতে বলেছেন, স্কুলসমূহে হালাল খাদ্যের তালিকা থাকার প্রয়োজন রয়েছে।
মস্কোর স্কুলসমূহের খাবারের মেনুতে হালাল খাদ্যের তালিকা সংযোগ
বার্তা সংস্থা ইকনা: মস্কোর সামাজিক সম্প্রদায়গুলির ভারপ্রাপ্ত কাউন্সিল "এন্টোন পালিইফ" এক বিবৃতিতে বলেছেন, মস্কোর প্রাথমিক ও হাই স্কুলের খাবারের মেনুতে অতি শীঘ্রই হালাল খাদ্যের তালিকা সংযুক্ত করা হবে।

শর্ত পূরণ এবং এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্কুলসমূহের ডাইনিং রুমে এমন সকল খাদ্য সরবরাহ করা হবে যাতে সকল মাযহাবের অনুসারীরা তাদের শরিয়তগত প্রথা মেনে চলে খাদ্য গ্রহণ করতে পারে।

এই পরিকল্পনা আয়োজকগণ বিশ্বাসী যে, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সকল মাযহাবের অনুসারীরা অভ্যর্থনা এবং প্রশংসিত করবে।

তবে সরকারি সংস্থা 'কনজিউমার প্রোটেকশন এজেন্সি' দাবী করছে, বর্তমানে বিদ্যালয়ের ডাইনিং স্পেসগুলোই এমন কোন প্রযুক্তি নেই যে, এত অল্প সময়ে কয়েক ধরণের খাবার প্রস্তুত করবে।

iqna


captcha