বার্তা সংস্থা ইকনা: ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনির সাথে এক যৌথ সংলাপ সম্মেলনে সু চি বলেন, গত মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বিষয়ে যে খসড়া প্রস্তাব পাস করেছিল তার সঙ্গে তিনি একমত নন। ইউরোপীয় ইউনিয়ন এ প্রস্তাব উত্থাপন করেছিল এবং সর্বসম্মতভাবে তা গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা।
খসড়া প্রস্তাবের আওতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং নির্যাতন তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা সম্মত হয়েছিল। এ কাজে সহযোগিতা করতে খসড়া প্রস্তাবে মিয়ানমার সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
গতকাল সু চি বলেন, আমরা জাতিসংঘের ওই খসড়া প্রস্তাব থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছি। কারণ আমরা মনে করি না যে, মিয়ানমারের বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিত এ খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ তিনি গ্রহণ করবেন বলেও জানান সু চি।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার পরিষদের খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে মোগেরিনি বলেন, সর্বসম্মতভাবে যে প্রস্তাব পাস হয়েছে তার মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো নির্যাতন বিষয়ে সকল সন্দেহ ও অনিশ্চয়তার অবসান ঘটবে।