IQNA

মাদাগাস্কারে কুরআন শিক্ষার ১৬টি প্রতিষ্ঠান বন্ধ

23:42 - May 06, 2017
সংবাদ: 2603034
আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অতি শীঘ্রই সেদেশের কুরআন শিক্ষার ১৬টি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবে।
মাদাগাস্কারে কুরআন শিক্ষার 16টি প্রতিষ্ঠান বন্ধ

বার্তা সংস্থা ইকনা: মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর জানিয়েছে। এসকল প্রতিষ্ঠান চাহিদা পূরণের অক্ষম হওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রী 'বুল রুবারী' সেদেশের জাতীয় রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন: এই ১৬টি প্রতিষ্ঠান প্রথমে বেসরকারি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে শুধুমাত্র কুরআন শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন: মুসলিম প্রতিনিধিদের সাথে এসকল মাদ্রাসা বন্ধের কারণ সম্পর্কে আলোচনা করিছে। এই সিদ্ধান্ত বর্তমান সেমিস্টার শেষে হলে বাস্তবায়ন করা হবে।

মাদাগাস্কার বা মালাগাসি প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার একটি দেশ এবং ভারত মহাসাগরের একটি দ্বীপ।

৬ষ্ঠা থেকে ৯ম হিজরির মধ্যে মুসলিম অভিবাসীদের হিজরতের পর সেদেশের ইসলাম ধর্মের সূচনা হয়। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী, মাদাগাস্কারে ২০১০ সালে ২ লাখ ২০ হাজার মুসলিম অধিবাসী ছিল এবং সেদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেছে।

iqna


captcha