ইমাম মাহদীর ( আ) হুকুমতে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিকাশ ঘটবে এবং তাত্ত্বিক জ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এটা স্পষ্ট যে, মানুষের জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং হাদীসে বর্ণিত হয়েছে যে, ঐ সময়ের প্রযুক্তির সাথে বর্তমান প্রযুক্তির বিশাল ব্যবধান থাকবে।
বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদিক(আ.) যখন আমাদের কায়েম কিয়াম করবে আল্লাহ তায়ালা আমাদের অনুসারীদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তিকে এত বেশী বৃদ্ধি করে দিবেন যে, ইমাম মাহদী (আ.) ২৮ কিলোমিটার দূর থেকে তার অনুসারীদের সাথে কথোপকথন করবেন এবং তারাও তার কথা শুনতে পাবে ও তাকে দেখতে পাবে। অথচ ইমাম সেখানেই দাড়িয়ে থাকবেন।
ইমাম মাহদীর রাষ্ট্রে প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের শিক্ষা প্রবেশ করবে যেভাবে প্রতিটি বাড়িতে শীত ও গরম প্রবেশ করে। কেননা শীত ও গরমকে ঠেকানো যায় না। ঠিক তেমনিভাবে ইমাম মাহদীর সময়ে সকলেই ইসলামী জ্ঞানের অধিকারী হবে।
ইমাম বাকের(আ.) বলেছেন: ইমাম মাহদীর সময়ে তোমাদেরকে এত বেশী জ্ঞান ও প্রজ্ঞা দান করা হবে যে, একজন মহিলা ঘরে বসে, আল্লাহর কুরআন ও নবীর সুন্নত অনুসারে বিচার করবে। সূত্র; shabestan