রাসূলের (সা.) পবিত্র বংশধর তথা আহলে বাইতের (আ.) অন্যতম মাসুম ইমাম, হযরত ইমাম মাহদীর (আ.) প্রকৃত নাম হচ্ছে ‘মুহাম্মাদ। কিন্তু এ নামের পাশাপাশি তার কিছু উপাধি রয়েছে; যেমন: আল কায়েম, আবা সালেহ, মাহদী, বাকিয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ প্রভৃতি। এগুলোর প্রত্যেকটি অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।

বার্তা সংস্থা ইকনা: শেষ জামানার ইমাম তথা ইমাম মাহদীর (আ.) অন্যতম উপাধি হচ্ছে ‘আল কায়েম। কায়েম শব্দের অর্থ হচ্ছে যিনি সংগ্রাম করবেন কিংবা রুখে দাঁড়াবেন। যেহেতু ইমাম মাহদী (আ.) শেষ জামানায় যখন অন্যায় ও অবিচারে পৃথিবী পূর্ণ হয়ে যাবে, তখন তিনি মানবতার মুক্তি দানের উদ্দেশ্যে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এ কারণে তাকে কায়েম বলা হয়।
ইমাম জাওয়াদ(আ.) বলেছেন: শেষ জামানার ইমাম মাহদীই হচ্ছে আমাদের আল কায়েম। মহান আল্লাহ হযরত মুহাম্মাদকে(সা.) নবী হিসাবে নির্বাচন করেছেন আর আমাদেরকে(আহলে বাইতকে) নির্বাচন করেছেন ইমাম হিসাবে।
মহাপ্রলয়েল যদি মাত্র একদিনও অবশিষ্ট থাকে আল্লাহ সেই দিনকে এত বেশী দীর্ঘ করবেন যে, আমাদের কায়েম আবির্ভূত হয়ে পৃথিবীকে ন্যায় নীতিতে পরিপূর্ণ করবেন যেভাবে তা অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল।
ইমাম মাহদীকে আল্লাহ হযরত মুসার মত মোজেজা দিয়ে প্রেরণ করবেন এবং তিনি এসে বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করবেন।
ইমাম জাওয়াদ আরও বলেন: তোমাদের জন্য সবথেকে উত্তম কাজ ও আমল হচ্ছে ইমাম মাহদীর জন্য অপেক্ষা করা। সূত্র: shabestan