IQNA

নাজাফে কুরআন ও হাদীস বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন

20:50 - May 13, 2017
সংবাদ: 2603076
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুরআনিক ব্যক্তিত্বমণ্ডলী এবং বিভিন্ন মারজায়ে তাকলিদের প্রতিনিধিদের উপস্থিতিতে নাজাফে কুরআন ও হাদীস বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
নাজাফে কুরআন ও হাদীস বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা: কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের উদ্যোগে নাজাফে কুরআন ও হাদীস বিজ্ঞান কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত কেন্দ্রটি ইরাকের বিভিন্ন অঞ্চলে কুরআনিক কার্যক্রম শক্তিশালী ও প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর উক্ত প্রতিষ্ঠানের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আল শুইলী বক্তৃতা পেশ করেন। তিনি তার বক্তৃতায় এই কেন্দ্রের কাজের পদ্ধতি এবং শিক্ষার্থীদের যে সকল পাঠ্যবই পড়ানো হবে সে সম্পর্কে বিবরণ দেয়।

এছাড়া ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাসান আল-মানসুরী স্নাতক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, নাজাফে কুরআন ও হাদীস বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

iqna


captcha