IQNA

নবীগণের কোন কোন বৈশিষ্ট্য ইমাম মাহদীর মধ্যে বিদ্যমান থাকবে ?

23:45 - May 13, 2017
সংবাদ: 2603079
প্রতিটি শাসকই তার হুকুমত পরিচালনার জন্য একটি বিশেষ আদর্শ মেনে চলে যা তার হুকুমতের নিদর্শন। ইমাম মাহদীরও (আ.) রাষ্ট্র পরিচালনার একটি বিশেষ পদ্ধতি রয়েছে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী  (আ.)ও তার আবির্ভাবের মাধ্যমে আধুনিক অজ্ঞতার সাথে যা কিনা রাসূল (সা.)-এর সময়ের অজ্ঞতার চেয়েও বেশী ভয়ঙ্কর তার সাথে সংগ্রাম করবেন এবং ইসলামী ও ঐশী মর্যাদাকে প্রতিষ্ঠা করবেন।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আমাদের কায়েম যখন কিয়াম করবে তখন হযরত সুলাইমান (আ.) ও হযরত দাউদ (আ.)-এর মত বিচার করবে অর্থাৎ সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন হবে না (ঐশী জ্ঞানের মাধ্যমে বিচার করবেন)।

ইমাম হুসাইন(আ.) বলেছেন: আমাদের কায়েমের মধ্যে নবীগণের সুন্নত সন্নিবেশিত হয়েছে। তিনি হযরত নুহের মত দীর্ঘায়ু পাবেন, তিনি হযরত ইব্রাহীমের ও মুসার মত গোপনে জন্ম গ্রহণ করবেন। তিনি হযরত মুসার মত দেশ ত্যাগ করবেন। হযরত ঈষার মত তার সম্পর্কে সবাই মতভেদ করবে। হযরত আইয়ুবের মত অকে সমস্যার পর পরিত্রাণ পাবেন। এবং মহানবীর(সা.) মত তলোয়ার দিয়ে জিহাদ করবেন।

 «فى القائِمِ مِنّا سُنَنٌ مِنَ الاَْنْبِیاءِ ... فَاَمّا مِنْ نُوحٍ فَطُولُ الْعُمْرِ وَ أَمّا مِنْ اِبْراهیمَ فَخِفاءُ الْوِلادَةِ وَ اعْتِزالُ النّاسِ وَ اَمّا مِنْ مُوسى فَالْخَوفُ وَ الْغیبَةُ وَ أَمّا مِن عیسى فَاخْتِلافُ النّاسِ فیهِ وَ أَمّا مِنْ اَیُّوبَ فَالْفَرَجُ بَعْدَ الْبَلْوى وَ أَمّا مِنْ مُحَمَّدٍ فَالْخُرُوجُ بِالسَّیْفِ.»

সূত্র: কাশফুল গাম্মা ৩য় খণ্ড, পৃ: ২৩৯।
ট্যাগ্সসমূহ: নবী ، ইমাম ، মাহদী ، ইকনা ، হুসাইন ، হযরত ، নুহ
captcha