IQNA

কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ (ছবি)

22:11 - May 14, 2017
সংবাদ: 2603081
আন্তর্জাতিক ডেস্ক: কাদা দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদটি মালি প্রজাতন্ত্রে অবস্থিত। প্রাচীন এই মসজিদটি পুনর্নির্মাণের জন্য সেদেশের শত শত মুসলমান একযোগে কাজ করছে।
কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ (ছবি)

বার্তা সংস্থা ইকনা: মলির 'জান্নাহ' শহরে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। প্রতি বছর "শশ" নদীর তীর থেকে কাদা সংগ্রহ করে মুসলমানেরা ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সাথে মসজিদের সকল স্থানে মাটির প্রলেপ দেয়।

সাধারণত প্রতি বছর "কাদার খুশি" নামক বিশেষ সময়ে এই কাজ করা হয়। মসজিদে কাদার প্রলেপ দেয়ার অনুষ্ঠানে মালির বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করে থাকেন।

এই মসজিদটি ১৩ শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। ইউনোস্ক কর্তৃক যে ঐতিহ্যবাহী স্থানের নাম নিবন্ধন করা হয় সেখানে এই ঐতিহাসিক মসজিদটি নাম নিবন্ধন করা হয়েছে। রুসি নামক এই মসজিদটি বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্যের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, মালির ৯০ শতাংশের অধিক জনগণ মুসলমান এবং সেদেশের প্রতিটি গ্রামে শিশিদের জন কুরআন শিক্ষার জন্য বিশেষ ক্লাস গ্রহণ করা হয়।

iqna

কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ কাদামাটি দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম মসজিদের পুনর্নির্মাণ

captcha