বার্তা সংস্থা ইকনা: লাস ভোগসের হাইওয়েতে লাগানো এসকল বিলবোর্ডে ইসলামের সদয়, সমবেদনা ও করুণার মূলক বার্তা প্রেরণ করা হয়েছে।
বিলবোর্ডসমূহে লেখা রয়েছে, "সদয়, সমবেদনা ও করুণা দিয়ে আমাদের দেশকে আবারও মহান করব"।
এসকল বিলবোর্ডসমূহ আমেরিকান নাগরিকদের প্রতিবেশীর দেশসমূহের সেবা ও ভবিষ্যতের আশার কথা মনে করিয়ে দেয়।