IQNA

লাস ভেগাসে স্থাপন করা হল ইসলামী বিলবোর্ড

21:32 - May 16, 2017
সংবাদ: 2603094
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মুসলিম নেতাগণ লাস ভেগাস শহরে বেশ কয়েকটি ইসলামী বিলবোর্ড সংযোগ করেছেন। রাস্তার পাশে থাকা এসকল বিলবোর্ডগুল চালকগণকে মনে করিয়ে দেয় দেশ গঠনের ক্ষেত্রে মুসলমানদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে।
লাস ভেগাসে স্থাপন করা হল ইসলামী বিলবোর্ড

বার্তা সংস্থা ইকনা: লাস ভোগসের হাইওয়েতে লাগানো এসকল বিলবোর্ডে ইসলামের সদয়, সমবেদনা ও করুণার মূলক বার্তা প্রেরণ করা হয়েছে।

বিলবোর্ডসমূহে লেখা রয়েছে, "সদয়, সমবেদনা ও করুণা দিয়ে আমাদের দেশকে আবারও মহান করব"।

এসকল বিলবোর্ডসমূহ আমেরিকান নাগরিকদের প্রতিবেশীর দেশসমূহের সেবা ও ভবিষ্যতের আশার কথা মনে করিয়ে দেয়।

iqna



captcha