IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রতিবেদন (অডিও)

21:23 - May 17, 2017
সংবাদ: 2603104
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনের অনুষ্ঠান গতকাল (১৬ই মে) অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা দেরিতে প্রতিযোগিতা শুরু হয়। দেরি হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ এখন কিছু জানায়নি।

অনুষ্ঠানের শুরুতেই দ্বিতীয় দিনের প্রথম প্রতিযোগী হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি "ফাতহুল্লাহ ওহি সাহিমী" তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করেন। তিনি পবিত্র কুরআনের নিসা সূরার ৫৮ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

অতঃপর সিঙ্গাপুরের নারী প্রতিনিধি "আতিকা বিনতে সাহমী" ও থাইল্যান্ডের "আব্দুল আজিজ আবেদীন বিন ইউসুফ" সূরা মায়েদার ৮৭ নম্বর আয়াত তিলাওয়াত করেন। কম্বোডিয়ার নারী প্রতিনিধি 'উম্মে কুলসুম' ও ওমানের 'ফয়সাল বিন আলী বিন খালফান আল-আদাভী' সূরা হুদের ১৫ নম্বর আয়াত তিলাওয়াত করেন। মাগরেবের প্রতিনিধি 'হামেদান আব্দুল সামাদ' সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত করেন। এছাড়াও তুরস্কের নারী প্রতিনিধি 'সুধা ইয়ারতিসি ফাহালু' ও ফিলিস্তিনের 'রায়েদ মুনজার ইসহাক আবু শায়বান' সূরা আনফালের ৬৮ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

ইকনার দর্শনার্থীদের জন্য ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধির তিলাওয়াতের অডিও ফাইল প্রকাশ করা হল:

ইন্দোনেশিয়ার প্রতিনিধি "ফাতহুল্লাহ ওহি সাহিমী"র তিলাওয়াতের অডিও ফাইল

 ইন্দোনেশিয়ার প্রতিনিধি

থাইল্যান্ডের প্রতিনিধি "আব্দুল আজিজ আবেদীন বিন ইউসুফে"র তিলাওয়াতের অডিও ফাইল

থাইল্যান্ডের প্রতিনিধি

iqna


captcha