বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই মে থেকে ২০শে মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সেদেশের রাজার উপস্থিতিতে এক বর্ণাঢ্য গতকাল (২০শে মে) উক্ত প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে পুরুষদের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি 'হামেদ আলী যাদেহ। এছাড়াও দ্বিতীয় থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে: ব্রুনেই প্রতিনিধি "উঘু মুহাম্মাদ আদিব আল আমিন ইবনে ফাগিরান হাজ মারজুক্বী', মালয়েশিয়ার প্রতিনিধি "ভ্যান ফাকরুর রাজি ইবনে ভ্যান মুহাম্মাদ", কানাডার প্রতিনিধি "মুহাম্মাদ মায়রুফ হুসাইন" এবং সিঙ্গাপুরের "নুর মুহাম্মাদ ইবনে আলী"।
হেফজ বিভাগে পুরুষদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে সেনেগাল, মালয়েশিয়া এবং কাতারের প্রতিনিধি। এছাড়াও হেফজ বিভাগে নারীদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে নাইজেরিয়া, ফিলিস্তিন ও সেনেগালের প্রতিনিধি।
উল্লেখ্যে, ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৪৯টি দেশের মধ্যে মোট ৯১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
iqna
1