বার্তা সংস্থা ইকনা: স্ক্যান্ডিনেভিয়ার দেশসমূহের মুসলমানদের ২০ ঘণ্টার অধিক রোজা রাখতে হবে।
নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেনের নাগরিকদের ২০ ঘণ্টার অধিক রোজা রাখতে হবে; কারণ এসকল দেশে মাত্র কয়েক মিনিটের জন্য সূর্য উদয় হয়।
চলতি বছরের রমজান মাসে সুইডেনের উত্তরদিকের শেষ প্রান্তের শহর ক্রোনা'র মুসলমানেরা সূর্যাস্তকে পরিলক্ষিত করবে না। কিম্বা কয়েক মিনিটের মধ্যেই সূর্য অস্ত যাবে। এধরণের পরিস্থিতির সম্মুখে যে সকল মুসলমানেরা রয়েছে তাদের মধ্যে অনেকে তাদের আশে পাশের দেশসমূহ ও অধবা মক্কার সময়সূচী অনুসরণ করবে।
এই বছরে ল্যাটিন আমেরিকা মুসলমানেরা সবচেয়ে কম সময় অর্থাৎ তাদেরকে ১০ ঘণ্টা রোজা রাখতে হবে এবং ইউরোপের উত্তরাঞ্চলে বসবাসরত মুসলমানদের ২১ ঘণ্টা রোজা রাখতে হবে।
iqna