IQNA

ইমাম মাহদীর (আ.) অনুসারীদের বৈশিষ্ট্য কেমন হবে?

22:44 - May 24, 2017
সংবাদ: 2603140
ইমাম মাহদী (আ.) সম্পর্কে মানুষের জল্পনা-কল্পনা এবং আগ্রহের কমতি নেই। তিনি কখন আবির্ভূত হবেন এবং আবির্ভাবের সময় তার বৈশিষ্ট্যাবলী কেমন হবে কিংবা তার সাথী কারা হবে এবং তাদের বৈশিষ্ট্যও কেমন হবে এ সম্পর্কে নির্ভরযোগ্য বর্ণনা হাদীসসমূহে বর্ণিত হয়েছে।
ইমাম মাহদীর (আ.) অনুসারীদের বৈশিষ্ট্য কেমন হবে?

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) আবির্ভাব হওয়ার পর তার সাথে যারা থাকবেন কিংবা যারা তার সাথী ও সহযোগি হবে; তাদের বৈশিষ্ট্য কেমন হবে- এ সম্পর্কে ইমামতিধারার ৫ম ইমাম তথা ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে; আমরা তা পাঠকদের জ্ঞাতার্থে তুলে ধরছি-

  

امام باقر(ع) فرمودند: «لَكَأَنِّی أَنْظُرُ إِلَيْهِمْ مُصْعِدِینَ مِنْ نَجَفِ الْكُوفَةِ ثَلَاثَمِائَةٍ وَ بِضْعَةَ عَشَرَ رَجُلًا كَأَنَّ قُلُوبَهُمْ زُبَرُ الْحَدِیدِ...يَسِیرُ الرُّعْبُ أَمَامَهُ شَهْراً وَ خَلْفَهُ شَهْراً؛»

ইমাম মুহাম্মাদ বাকের (আ.) বলেছেন: তিন শত তের জন্য ব্যক্তি (যারা হবে ইমাম মাহদীর সাথী) যারা কুফাতে অবস্থান করবে, তাদের অন্তর হবে অত্যন্ত সাহসি ও দৃঢ়চেতা। তারা এতই সাহসি ও শক্তিশালী হবে যে, তাদের চারিপাশের শত্রুরা সব সময় আতংকিত ও কম্পিত থাকবে। তারা আশ্বারোহি ও তরবারি এবং তীর নিক্ষেপে হবে অত্যন্ত পারদর্শী। যুদ্ধক্ষেত্রে তারা বদরের যুদ্ধে রাসূলের (সা.) সাথীদের ন্যায় অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করবে। (দ্র: বিহারুল আনওয়ার, ৫২তম খণ্ড, ৩১০)

captcha