IQNA

রমজানের প্রাক্কালে ফিলিপাইনের অভাবগ্রস্তদের মাঝে ইরানের সহায়তা

22:05 - May 27, 2017
সংবাদ: 2603157
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে অভাবগ্রস্তদের মাঝে খাদ্য পার্সেল বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনাস্থ ইরানী কালচারাল অ্যাটাশ বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছেন: পবিত্র রমজানের আগমনে ফিলিপাইনের ম্যানিলা শহরের নীল, স্বর্ণ ও ইমামিয়া মসজিদের মুসল্লিদের মধ্যে ৬০০টি খাদ্য পার্সেল বিতরণ করা হয়েছে।

এসকল খাদ্য পার্সেলে চাল, ক্যানেড মাছ এবং নুডলস রয়েছে। খাদ্য পার্সেল সমূহ ফিলিপাইনাস্থ ইরানী কালচারাল অ্যাটাশ, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং ম্যানিলা শহরের ইসলামিক ছাত্র এসোসিয়েশনের পক্ষ থেকে ২৫ এবং ২৬শে মে সেদেশের মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।

iqna


captcha