IQNA

রমজান উপলক্ষে কানাডার মুসলমানদের অভাবীদের সাহায্য ক্যাম্পেইন

3:29 - June 01, 2017
সংবাদ: 2603188
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার মুসলমানরা অভাবীদের সাহায্য করার জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
রমজান উপলক্ষে কানাডার মুসলমানদের অভাবীদের সাহায্য ক্যাম্পেইন
বার্তা সংস্থা ইকনা: রমজান হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা, ইবাদত করা এবং নিজেকে অন্যের জন্য উৎসর্গ করার মাস।
কানাডার মুসলমানরা এবছর যারা অনাহারের সম্মুখীন তাদের জন্য কিছু পণ্য ও ত্রাণ প্রেরণ করেছে।
মুসলমান ছাত্ররা এবং স্বেচ্ছাসেবকরা আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থার গঠন করেছে এবং তারা সোমালিয়ার অনাহারের সম্মুখীন ১ হাজার ৫০০ পরিবারের জন্য মানবিক সাহায্য বক্স পাঠিয়েছে।
আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন বাজেট উন্নয়ন ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহরিন খান বলেন: রমজান এমন একটি মাস যে মাসে আমরা অসহায়দের পাশে দাড়াতে পারি এবং তাদের কষ্ট ও দু:খ দুর্দশাকে লাঘব করতে পারি।
তিনি বলেন: প্রায় ৩০ মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী ক্ষুধায় ভুগছে। আর আমাদের যথাসাধ্য চেষ্টা হচ্ছে যে কোন ভাবেই তাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে সাহায্য করা।
এই দাতব্য প্রতিষ্ঠান ইতিমধ্যে অভাবীদের সাহায্য করার জন্য সারা দেশে প্রচারাভিযান অনুষ্ঠিত এবং ফান্ড সংগ্রহ করেছে।
দক্ষিণ সুদান, নাইজেরিয়া ও ইমেন না খেয়ে থাকা বা দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে।
iqna




captcha