IQNA

18:59 - June 10, 2017
সংবাদ: 2603228
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ঘানার "টামালা" প্রদেশের আহলে বায়েত (আ.) জামে মসজিদে তাফসিরে কুরআনের তাফসিরের আলোকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে ঘানার বিশিষ্ট আলেম ও লেখক শাইখ আব্দুল মুমিন দালাগুর উপস্থিতিতে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আহলে বায়েত (আ.) মসজিদে অনুষ্ঠিত উক্ত বৈঠকে শাইখ আব্দুল মুমিন দালাগু পবিত্র কুরআনের তাফসিরের আলোকে বক্তৃতা প্রদান করছেন।

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কুরআনের তাফসির ছাড়াও পবিত্র রমজান মাসের দর্শন ও গুরুত্বের ব্যাপারেও তিনি আলোচনা করেছেন।

iqna


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: