বার্তা সংস্থা ইকনা: উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব খালিদ গাফুর বলেন: ম্যানচেস্টার ও লন্ডনে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ফলে লিমেরিক এবং গালওয়ের মসজিদের উপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন: সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তরা এই মসজিদে ইসলাম ও হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে বিভিন্ন ধরণে হিংসাত্মক ও অবমাননাকর ব্যঙ্গচিত্র পোষ্ট করছে।
লিমেরিক শহরের ডুর আডভিল অঞ্চলের জামের মসজিদের পেশ ইমাম আরও বলেন: অল্প সময়ের মধ্যে আমাদের মসজিদের ইসলাম বিদ্বেষীরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে। ইসলাম বিদ্বেষীদের হামলার ফলে মসজিদের জানালার কাচ এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এপর্যন্ত আমরা এই ধরণের হামার প্রতিবাদে কোথাও কোন রিপোর্ট করিনি।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএলের ব্যাপারে খালিদ গাফুর বলেন: দায়েশ যে সকল সদস্য নিহত হচ্ছে, তারা কখনোই শহীদ হয় না। মানুষকে হত্যা করে কেউ কখনোই শহীদের খেতাব গ্রহণ করতে পারেনা। বিভিন্ন ধরণের প্রলোভন ও কুবুদ্ধি দিয়ে তাদের বিবেককে বিভ্রান্ত করা হচ্ছে। যা ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না।