
বার্তা সংস্থা ইকনা: জানা গিয়েছে, নিজের তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ওই মহিলা৷ ফনগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি৷ ফুটপাতে উঠতেই ওই মহিলাকে পিছন থেকে ধাক্কা দেন এক ব্যক্তি৷ মাটিতে পড়ে যান ওই মহিলা৷ এরপরই ওই মহিলার মাথা থেকে হিজাব খুলে, তাঁর দিকে ছুড়ে দেন ওই মহিলা৷ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই মহিলা৷
তবে হিজাব খুলে নেওয়া হলেও, ওই মহিলাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল সে৷
গত মাসে ম্যাঞ্চেস্টার এরিনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দের কনসার্টে আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ প্রাণ হারান ২২ জন৷ চলতি মাসের গোড়ায় ফের জঙ্গি হামলা হয় লন্ডন ব্রিজে৷ প্রথমে পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ এরপর ভ্যান থেকে নেমে তিন জঙ্গি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ এই জোড়া জঙ্গি হানার পরই ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণত উদ্বেগজনকভাবে বাড়ছে৷
বস্তুত, গত সপ্তাহেই লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, মুসলিমদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবে বরদাস্ত করা হবে না৷ জানা গেছে, ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গি হামলার পর সেখানকার বিভিন্ন থানায় মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যা অভিযোগ জমা পড়েছে, তা অন্যান্য সময়ের তুলনা দ্বিগুণ৷
এমটিনিউজ২৪