IQNA

লন্ডনে পথচারীদের মধ্যে ৩ হাজার লাল গোলাপ বিতরণ (ছবি)

14:33 - June 12, 2017
সংবাদ: 2603242
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লন্ডনের মুসলমানেরা ১১ই জুন ৩ হাজার লাল গোলাপ বিতরণ করেছে।
লন্ডনে পথচারীদের মধ্যে ৩ হাজার লাল গোলাপ বিতরণ (ছবি)

বার্তা সংস্থা ইকনা: লাল গোলাম বিতরণ ক্যাম্পেইনের সমন্বয়কারী 'জাকিয়া বাসু' বলেন: সম্প্রতি সন্ত্রাসী হামলার পর সিদ্ধান্ত নিয়েছি পথচারীদের মধ্যে লাল গোলাপ বিতরণ করব। কারণ এটা পশ্চিমাদের বন্ধুত্বের নিদর্শন।

তিনি বলেন: লাল গোলাপ বিতরণের মূল দর্শন হচ্ছে ইংল্যান্ডের জনগণ সাথে মুসলমানদের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তা কখনই নষ্ট হবে না।

লাল গোলাপ গ্রহণ করে ইংল্যান্ডের নাগরিক আলয়াডা আর্কুলানু বলেন: এ কাজ আমাকে অনেক প্রভাবিত করেছে। মুসলমানদের এই পদক্ষেপ শুধুমাত্র ঐক্যের কথাই বলে। ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমাদের এটা ভুলে গেলে হবে না যে, মুসলমানেরা আমাদেরই প্রতিবেশী।

ইংল্যান্ডের অপর এক অমুসলিম নাগরিক জন কুলিস বলেন: চরমপন্থা ও সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য মুসলমানদের কথা বলা উচিত। মুসলমানদের সঠিক চরিত্র ফুটিয়ে তোলার জন্য এই পদক্ষেপ উত্তম একটি পন্থা।

উল্লেখ, ইংল্যান্ডের মুসলমানদের আর্থিক সহায়তায় এই গ্রহণ করা হয়েছে এবং পবিত্র রমজান মাস জুড়ে অমুসলিমদের মধ্যে লাল গোলাপ বিতরণ করা হবে।

3608834



captcha