IQNA

কঙ্গোর কারাগারে হামলায় ১১ জন নিহত: ৯০০ কয়েদির পলায়ন

15:41 - June 12, 2017
সংবাদ: 2603246
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও ৯০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে।

বার্তা সংস্থা ইকনা: দেশটির নর্থ কিভু প্রদেশের গভর্নর জুলিয়েন প্যালুকু জানিয়েছেন, ভোররাত সাড়ে ৩টায় বেনি শহরের ক্যাংওয়াই কারাগারে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীদের পরিচয় এখনো জানা জায়নি।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ১১টি লাশ পড়ে থাকতে দেখা যায় যাদের মধ্যে আটজনই কারাগারের নিরাপত্তা কর্মী। এ ছাড়া, হামলার সময় কারাগারটিতে ৯৬৬ জন বন্দি থাকলেও এখন মাত্র ৩০ জন অবশিষ্ট রয়েছে।

প্যালুকু বলেন, হামলাকারী ও পালিয়ে যাওয়া কয়েদিদের সন্ধানে বেনি এবং পার্শ্ববর্তী বুতেম্বু শহর ও আশপাশের এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে। এসব এলাকায় শুধুমাত্র পুলিশ ও সেনা সদস্যরা চলাচল করতে পারবে।

কঙ্গোতে গত তিন সপ্তাহ ধরে থানা, কারাগার ও সরকারি কৌঁসুলিদের দপ্তরে হামলার ঘটনা বেড়ে গেছে। দুদিন আগে এডিএফ বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা রাজধানী কিনশাসার একটি থানা ও একজন সরকারি কৌঁসুলির দপ্তরে হামলা চালায়। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত ও অপর চারজন আহত হয়। এ ছাড়া, গত মাসেও কঙ্গোর দু’টি কারাগার ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

পার্সটুডে
captcha