IQNA

বেইজিংয়ে প্রাচীন মসজিদে মুসলমানদের রমজান উৎসব (ছবি)

15:34 - June 13, 2017
সংবাদ: 2603250
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ২৭শে মে থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সেদেশের মুসলমানেরা বেইজিংয়ের প্রাচীন 'নিউডি' মসজিদে একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে।

বার্তা সংস্থা ইকনা: বর্তমানে চীনে প্রায় ২ কোটি মুসলমান জীবন যাপন করছে। এসকল মুসলমানদের মধ্যে অনেকেই বিদেশী মুসলমান রয়েছে।

তবে কিছু জরিপে বলা হয়েছে, চীনে সরকারী জরিপের তুলনায় কয়েক গুন অধিক মুসলিম অধিবাসী রয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য পবিত্র রমজান মাসে চীনের মুসলমানদের সংস্কৃতি উপস্থাপন করা হল:

iqna



captcha