IQNA

শিয়া অধ্যুষিত শহরে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলা: নিহত ১

10:15 - June 15, 2017
সংবাদ: 2603263
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শহরে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছে। গত দু’দিন ধরে চলা এ হামলায় আরো প্রায় ৪০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি নিরাপত্তা বাহিনী রাজধানী রিয়াদ থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আওয়ামিয়াহ  শহরে ভারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।

নিহত শিয়া আন্দোলনকারীর নাম আব্দুলমোহসিন আব্দুল্লাহ আল-ফারাজ। সৌদি পুলিশের গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

এ হামলায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

গত ছয় সপ্তাহ ধরে দেশের পূর্বাঞ্চলে শিয়া মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে সৌদি নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত এ অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছে। আলে সৌদ সরকার গোটা এলাকায় স্নাইপার মোতায়েন করেছে বলে সাধারণ মানুষ তাদের ঘর-বাড়ি থেকে বের হতে পারছে না। পার্সটুডে
captcha