IQNA

ভারতে ইমাম আলী (আ.)এর অন্তর্গত কুরআন প্রদর্শন

17:02 - June 18, 2017
সংবাদ: 2603283
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের রামপুর শহরের ইমাম রেজা (আ.) লাইব্রেরীতে কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে ইমাম আলী (আ.)এর অন্তর্গত কুরআন প্রদর্শিত হয়েছে।
ভারতে ইমাম আলী (আ.)এর অন্তর্গত কুরআন প্রদর্শন
বার্তা সংস্থা ইকন: ইমাম আলী (আ.)এর অন্তর্গত কুরআন শরিফের পাণ্ডুলিপিটি দেখার জন্য দর্শনার্থীদের উপচে পরা ভিড় পরিলক্ষিত হয়েছে।
ইমাম রেজা (আ.) নামক লাইব্রেরীটি প্রাচীন ও হস্ত লিখিত পাণ্ডুলিপি জন্য প্রসিদ্ধ।
ইমাম রেজা (আ.) গ্রন্থাগারের পরিচালক এবং অধ্যাপক সাইয়্যেদ হাসান আব্বাসের তত্ত্বাবধানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। তিনি এ ব্যাপারে বলেন: প্রথমবারের মতো এই গ্রন্থাগারে কুরআন শরিফের যে সকল প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপি রয়েছে সেগুলো দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শিত হয়েছে। কুরআন শরিফের এসকল পাণ্ডুলিপির মধ্যে একখণ্ড পাণ্ডুলিপি ১৩ শতাব্দীর অন্তর্গত। এই পাণ্ডুলিপিটি স্বর্ণ ও নীলকান্তমণি দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। বাগদাদের বিখ্যাত খোশনবিশ "ইয়াকুত মুস্তাসামী" এই পাণ্ডুলিপিটি লেখেন।
এছাড়াও সপ্তম শতাব্দীর অন্তর্গত কুফি বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপিও এই প্রদর্শনে প্রদর্শন করা হয়েছে। কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ইমাম আলী (আ.)এর অন্তর্গত।
অষ্টম শতাব্দীতে লিখিত ইমাম জাফর সাদীক (আ.)এর অন্তর্গত অপর একটি কুরআন শরিফ এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
iqna
http://iqna.ir/fa/news/3610298
 


captcha