IQNA

গোটা সৃষ্টি জগতের সৌন্দর্য পবিত্র কুরআনে রয়েছে

12:02 - June 23, 2017
সংবাদ: 2603321
পবিত্র কুরআন অতি সুন্দরতম বানী এবং মহান আল্লাহ তাকে অতি সুন্দরভাবে সৃষ্টি করেছেন। কুরআন যেহেতু মহান আল্লাহর কালাম, সে জন্যই তার মধ্যে রয়েছে অতি চমৎকার ও অভিনব সৌন্দর্য।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআন যেহেতু সর্ব যুগের এবং সকল মানুষের হেদায়েতের জন্য সেই তা সর্বদাই অর্থবহ ও মানুষের জন্য কল্যাণর।

পবিত্র কুরআনে সর্ব প্রথম মহানবীর উদ্দেশ্যে প্রেরিত হয়েছে অত:পর তার সর্বসাধারণের জন্য বর্ণিত হয়েছে। পবিত্র কোরআন কখনো মহানবীকে আবার কখনো নিচ পর্যায়ে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে নির্দেশ দান করা হয়ে থাকে।

মানুষ যদি পবিত্র কুরআন ও হাদিসকে সঠিকভাবে বুঝে ইসলামী জীবন গড়ে তলতে পারে তাহলে তারা সকল কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পাবে এবং হযরত যয়নাবের (সা. আ.) মত কারবালার মহান মুসিবতের পর বলতে পারবে যে, «ما رَاَیْتُ اِلاّ جَمیلا»  আমি সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখি নি।


captcha