IQNA

15:20 - June 26, 2017
সংবাদ: 2603334
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন। নামাজে ইমামতি করেন শেখ নাজেম এদ্দিন আল-আলী।
ঈদের নামাজে অংশ নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
বার্তা সংস্থা ইকনা: আসাদের অফিস থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে মসজিদের নামাজ আদায় করতে দেখা যায়। এরপর তিনি মসজিদের বাইরে এসে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামবিষয়ক মন্ত্রী মোহম্মদ আব্দেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন। ছিলেন সংসদ সদস্যরাও।
ঈদের জামায়াতে ইমাম শেখ আল-আলী বলেন, সিরিয়া ও দেশটির জনগণের বিশ্বাসই হচ্ছে শক্তি যা সংকট, যুদ্ধ ও মন্দের বিরুদ্ধে জয়লাভ করবে। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবকাঠামো ও মানুষের আস্থা ভেঙ্গে দেওয়া। কিন্তু বাস্তবে তা সিরিয়ার জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে। আল্লাহ সিরিয়াকে রক্ষা করবেন ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সুস্থ থেকে দেশ পরিচালনা করবেন।
iqna
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: