মসজিদে কুফার নিজস্ব ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনা: বাহরাইন, ওমান, লেবানন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে সাফির সাংস্কৃতিক সপ্তাহ সপ্তমবারের মত আয়োজিত হচ্ছে। এর কর্মসূচী আজ রোববার (২ জুলাই) নাগাদ অব্যাহত থাকবে।
সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ক্বারী শাইখ আলাউস সাদেকি’র তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর তাওয়াশি পরিবেশন করেন মসজিদে কুফার বিশেষ ইসলামি সঙ্গীত পরিবেশনকারী দল। এরপর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অব্যাহত থাকে এবং মসজিদে কুফার মুতাওয়াল্লি জনাব মুহাম্মাদ মাজিদ আল-মুসাউই এতে বক্তব্য রাখেন।
এরপর সৈয়দ আলা মুসাউই ইরাকের ওয়াকফ (শিয়া) বিষয়ক সংস্থার চেয়ারম্যান তার বক্তৃতায় সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন এবং বিভিন্ন ইসলামি বিষয়ে গবেষণা ও সাংস্কৃতিক তৎপরতা পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণসহ কুরআন প্রতিযোগিতা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আহলে বাইত (আ.) এর শিক্ষা ও সংস্কৃতি প্রসারে মসজিদের কুফার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এরপর শেইখ মুসলিম ইবনে আকিলের শানে কাসিদা পরিবেশন করেন শায়েরে আহলে বাইত (আ.) শাইখ আব্দুল হুসাইন আলে সাদিক।
প্রসঙ্গত, সাংস্কৃতিক সপ্তাহের অবকাশে চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশী বিদেশ শিল্পী ও ফটোগ্রাফাররা অংশগ্রহণ করছেন।#3614178